প্রধান পাতা

বোয়ালখালীতে করোনা টিকা পেল ৪হাজার শিক্ষার্থী

(Last Updated On: )

বোয়ালখালীতে করোনা ভাইরাসের টিকা পেয়েছেন ৪হাজার ২৮৮জন শিক্ষার্থী। সোমবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর ও গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী ৪হাজার ২৮৮ জন শিক্ষার্থীকে ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার আরো সাড়ে ৪হাজার শিক্ষার্থী এ টিকা পাবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান এ কার্যক্রমে উপজেলার ২৩ হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে বলে জানান তিনি।