বোয়ালখালীতে মহান বিজয় দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিশাল পতাকা মিছিল সহকারে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তী শহিদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ জামাল আব্দুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় সামৃতি সৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কমরেড কানাই দাশ।
সামাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী নানাভাবেই স্বৈরাচারের উত্থান হয়েছে আবার আন্দোলনের মাধ্যমে বীর বাঙালি তা প্রতিহতও করেছে। তারই ধারাবাহিকতায় গণতন্ত্রের সংগ্রাম চলবে। ৭১ এর চেতনার বিপরীতে কোন অপশক্তিকে আমরা এই বাংলাদেশে দাঁড়াতে দেবো না। এই শপথ নিয়ে আমরা আগামীর সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন কমরেড মোহাম্মদ আলী, কমরেড নজরুল ইসলাম আজাদ,সেহাব উদ্দিন সাইফু, তাপস চক্রবর্তী,ডা: অসিম কুমার চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দিন, শ্যামল বিশ্বাস, গোলাম মোস্তফা মেম্বার,সুকান্ত শীল,সাজ্জাদ হোসেন প্রমুখ।