বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসর প্রাপ্ত চেয়ারম্যান ড. এম এম আকাশ বলেছেন রাজনীতিবিদরা এখন কোনঠাসা।সংসদ ব্যবসায়ীদের দখলে। সংসদে ৭৫ ভাগ ব্যবসায়ী। তারা নিজেদের স্বার্থেই আইন পাস করছে।
১ মার্চ২০২৪ শুক্রবার বিকালে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত বোয়ালখালী উপজেলার দুইদিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ যারা ত্রিভুজের মত জোট বেঁধে ক্ষমতা চালায়। আওয়ামীলীগ বিএনপি ও জামায়াতের মধ্যে এ্ তিন শক্তি আছে ।যারা পুজিবাদের কথা বলে বিদেশের দিকে তাকিয়ে থাকে ।
তিনি বলেন নির্বাচনের আগে বিএনপি শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবী জানিয়েছিল । অর্থাৎ এক হায়েনা মানুষের গলা কামড়ে ধরছে, আরেক হায়েরা দুরে দাড়িয়ে আছে । ও ছাড়লে এ ধরবে। এজন্য সংখ্যানুপতিক নির্বাচন ব্যবস্থার প্রয়োজন । একদল গদি রক্ষায় ব্যস্ত আরেক দল গদিতে বসতে চায়। এজন্য জাতীয় মুক্তি সংগ্রামের চেতনায় দেশ গড়তে দ্বি-দলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে ।
পার্টির বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি কমরেড রজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড সেহাব উদ্দিন সাইফুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী।শুভেচ্ছা ব্কব্য রাখেন সম্মেসলন প্রস্ততি পরিষদের চেয়ারম্যান জামাল আবদুল নাসের, সদস্য সচিব সুকান্ত শীল,টিইউসি নেতা ফজলুল কবীর মিন্টু,পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক মঞ্জু, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক শিমুল ধর,ক্ষেত মজুর সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, কৃষক সমিতির সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া পারু প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শ্রমিক নেতা কমরেড মোহাম্মদ আলী। সম্মেলনের শুরুতে গণসংগীত পরিবেশন করে বোয়ালখালী সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীবৃন্দ। উদ্বোধন শেষে লাল পতাকার মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
২ এপ্রিল বিকালে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সাবেক ছাত্রনেতা, পার্টির সাবেক সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসেরকে সভাপতি, সাবেক ছাত্র নেতা সেহাব উদ্দি সাইফু কে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি গঠিত হয়।