প্রধান পাতা

বোয়ালখালীতে কমরেড বাবুল শীলের স্মরণ সভা অনুষ্ঠিত

(Last Updated On: )

কমরেড বাবুল শীল মানবমুক্তির সংগ্রামে আত্মনিবেদিত সংগঠক ছিলেন । তিনি আমৃত্যু প্রচারবিমুখ সাচ্চা কমিউনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্টিত করতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শাকপুরা শাখার সদস্য করমেড বাবুল শীলের স্বরন সভায় বক্তারা এ সব কথা বলেন।
বুধবার ( ৩ মে ২০২৩) বিকালে উপজেলার পশ্চিম শাকপুরাস্থ কমরেড বাবুল শীলের বাড়ীতে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তীর সভাপতিত্বে , শিক্ষক নেতা আমির হোসেনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টী বোয়ালখালী উপজেলার সভাপতি ডা: অসীম কুমার চৌধুরী, খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া পারু, সিপিবি শাকপুরা শাখার সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী, অংকুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পুলক চক্রবতী, প্রয়াত কমরেড বাবুল শীলের ছেলে পলাশ লীল ও বিকাশ শীল। স্বরণসভা শেষে তাঁর সমাধীতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।