চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিমকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। ১০ জুন, শুক্রবার বিকেলে বোয়ালখালী থানার অডিটোরিয়ামে ওসির বদলি জনিত বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, কাজল দে ও শফিউল আজম শেফু। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন বিদায়ী ওসি আবদুল করিমের ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলায় মাদক নির্মূল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করেছেন ওসি মো. আবদুল করিম। তার আমলে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন তিনি। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কর্মস্থলে দেশ ও দশের জন্য কাজ করবেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিদায়ী ওসির দীর্ঘায়ু কামনা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩
(Last Updated On: ) বোয়ালখালীতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন ও ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ( ১৫ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় ৮০ টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন পরোয়ানাভুক্ত আসামী কধুরখীলের মৃত নুরুল আলমের ছেলে নবী আলম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান […]
পুষ্টিহীনতায় ৪ কোটি মানুষ, অপচয় ৩০ হাজার কোটি টাকার খাদ্য
(Last Updated On: ) দেশে খাদ্য নিরাপত্তা বলয় গড়ে ও অপচয় কমিয়ে ৩০ হাজার কোটি টাকা বাঁচাতে চায় সরকার। একই সঙ্গে দেশ থেকে পুষ্টিহীনতাও দূর করতে চায়। এ জন্য কৃষিকে বাণিজ্যিকী ও যান্ত্রিকীকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব খাতে খাদ্যের অপচয় হয় সেসব খাতে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। খাদ্যের অপচয় কমাতে সরকার জাতিসংঘের খাদ্য ও […]
বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবারের মিলাদুন্নবী (সা.) জুলুস
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা.) উপলক্ষ্যে জশনে জুলুস ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সারোয়াতলী খিতাপচর মাবুদিয়া দরবার থেকে র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় জুলুসে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা অধ্যক্ষ […]