উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা।
সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় পুুরো চট্টগ্রামের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। নির্বাচনে জয়ী হলে উপজেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো এমরান, পৌর মেয়র মো: জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান মো. মোকারম, কৃষক লীগের সভাপতি মো. শফিকুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন।