প্রধান পাতা

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

(Last Updated On: )


চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০পিস ইয়াবাসহ সোলেমান প্রকাশ মামুন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ জুলাই, শুক্রবার রাতে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা রেল ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সোলেমান বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকার কালু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

তিনি বলেন, আসামীকে গ্রেফতারের পর তার দেহ তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।