জাতীয়

বোয়ালখালীতে ইউপি সদস্যকে হত্যার হুমকি

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিলীপ দেব (৫৩) থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি গতকাল বুধবার (৫ অক্টোবর) বোয়ালখালী থানায় হত্যার হুমকি পাওয়ায় এ সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন। দিলীপ দেব বলেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে তিন ব্যক্তি তার মোটর সাইকেলের গতিরোধ করে প্রাণ নাশের হুমকি দেন। এসময় প্রতিবাদ জানালে তারা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। কি কারণে হুমকি দেওয়া হয়েছে তা জানি না। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য দিলীপ দেব আমুচিয়া ৬নং ওয়ার্ডের হারাধন দেবের ছেলে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।