প্রধান পাতা

বোয়ালখালীতে ইউপি সচিবের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ 

(Last Updated On: )

 বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নির্মল চন্দ্র দাশের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন পরিষদের সদস্যরা।

সচিবের এমন কর্মকাণ্ডে ইউপি চেয়ারম্যান মো.আবদুল মান্নান মোনাফের যোগসাজশের কথা উল্লেখ করে শাকপুরা ইউপির ৭ সদস্যের স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দেওয়া হয়েছে। গত ১৩ এপ্রিল দায়েরকৃত এ অভিযোগে ইউপি সচিব নির্মল চন্দ্র দাশের দুর্ব্যবহার এবং বিভিন্ন সনদ নিয়ে হয়রানির কথা বলা হয়েছে।

এছাড়া উপহার ও উন্নয়নমূলক কাজের অর্থ ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ না করে ব্যক্তিগত লোকদের দিয়ে বিতরণ এবং এর সিংহভাগ তছরুপ করেছেন বলে সচিবের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইউপির ৭ সদস্য।

এতে পরিষদের ব্যাংক একাউন্টের তথ্য ও পরিষদের আয়-ব্যয়ের হিসাব বিগত ৫ মাস ধরে দিচ্ছেন না জানিয়ে অভিযোগে ইউপি সদস্যরা বলেন, ১২ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে কর্মরত থাকায় সচিব ও ইউপি চেয়ারম্যান পরস্পর যোগসাজশে শাকপুরা ইউনিয়ন পরিষদকে অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। এ নিয়ে ইউপি সদস্যরা প্রতিবাদ করায় বিগত ৫ মাস ধরে সাধারণ সভা ও মাসিক সভার আয়োজন করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে স্বাক্ষর প্রদানকারী ইউপি সদস্যরা হলেন- মো. মোজাম্মেল হক, মো.ছাদেক হোসেন, মো.মনসুরুল হক, মো.কফিল উদ্দিন, শম্ভু চৌধুরী, রনি চৌধুরী ও পরিমল দাশ।

এ ব্যাপারে ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ পূর্বকোণকে বলেন, ‘ইউপি সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আমার দ্বিমত পোষণ হয়নি। সরকার আমাকে তাদের কাজে সহযোগিতা করার জন্য রেখেছেন।’

সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা সত্য নয়।’

শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ জানান, ‘সচিবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে জানাতে পারতো। সচিব যেহেতু আমার অধীনে কাজ করেন সেহেতু যোগসাজশ তো থাকবে। ব্যাংক হিসাব বা অন্যান্য হিসাবের জন্য আলাদা কমিটি আছে। প্রতিমাসে তো হিসাব কেউ দেয় না। ব্যাংকের হিসাব পাওয়া যায় জুন মাসে।’

তিনি বলেন, ‘ইউপি সদস্যদের অভাব অভিযোগ নিয়ে আমার সাথে বসে সমাধান হয়ে যেত। বিভিন্ন জায়গায় অভিযোগ দিলেও তারা আমাকে কিছুই জানায়নি। মূলত এসবের উদ্দেশ্য হচ্ছে পরিষদের সুনাম ক্ষুণ্ন করা।’

ইউপি সদস্য মোজ্জাম্মেল হক মানিক বলেন, ‘অনিয়ম দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে দিয়েছি। এছাড়া বৃহস্পতিবার (৪ মে) উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, অভিযোগ পেয়েছি, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।