পৌরসভা

বোয়ালখালীতে আগুনে পুড়ল ২ তলা ভবনের লাকড়ি ঘর

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় দুইতলা ভবনে আগুন লেগে পুড়ে গেছে লাকড়ি ঘর। বোয়ালখালী ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেয়েছে বসতঘর।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফুলজান চৌধুরী বাড়ির নুরুল ইসলাম কন্ট্রাক্টরের দুইতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুইতলা ভবনের ছাদে থাকা লাকড়ি ঘরে এ আগুন ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা। উদ্ধার করা হয়েছে ২ লাখ টাকার সম্পদ।