প্রধান পাতা

বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর, দগ্ধ ১

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে সাজ্জাদ (৩০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। ১ মার্চ, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়খালী জঙ্গা তালুকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর জানান, আগুনে দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, মাসুদ, খুরশিদা বেগম ও সাজ্জাদের বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ সাজ্জাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত অগ্নি দূর্গতের পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র।