চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে সাজ্জাদ (৩০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। ১ মার্চ, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়খালী জঙ্গা তালুকদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর জানান, আগুনে দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, মাসুদ, খুরশিদা বেগম ও সাজ্জাদের বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ সাজ্জাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত অগ্নি দূর্গতের পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন পৌর মেয়র।
সম্পৃক্ত খবর
স্বামী-সন্তান ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশনে গৃহবধূ
(Last Updated On: ) বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় বিয়ের দাবিতে অনশন করছেন এক গৃহবধূ। আজ সোমবার সকাল থেকে তিনি এ অনশন শুরু করেন। ওই গৃহবধূর স্বামী ও এক ছেলে রয়েছে। ছেলের বয়স ১১ বছর। তাদের ফেলে একই এলাকার বীরন কর্মকারের ছেলে বাপ্পা কর্মকারের সঙ্গে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। […]
অডিট টিমকে ‘ম্যানেজ’করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চাঁদা আদায়
(Last Updated On: ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গণহারে চাঁদা আদায়ের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ টাকা আদায়ের নেপথ্যে বোর্ডের উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ে তিনি সরাসরি যোগাযোগ করেছেন, এবং নেতৃত্ব দিয়েছেন। তবে তাওয়ারিক আলম […]
বোয়ালখালীর নতুন ইউএনও নাজমুন নাহার
(Last Updated On: ) বোয়ালখালীর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন নাজমুন নাহার। তিনি সদ্য বদলীকৃত ইউএনও আছিয়া খাতুনের স্থলাভিসিক্ত হতে যাচ্ছেন। নতুন ইউএনও নাজমুন নাহার ২০২০ সাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন ও রেভিনিউ কালেক্টরট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দিনাজপুর জেলার বিরামপুর ও বিরল উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে […]