প্রধান পাতা

বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালীহাটের সুলতান মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংচিং মারমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিন বসতঘরের ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। আমুচিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য শেখ কামাল জানান, আগুনে মো.ফোরকান, মো.বাচা মিয়া ও খায়ের আহমদের বসতঘর পুড়ে গেছে। অগ্নিদূর্গতদের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।