চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীর লাল মতির বাপের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক ভূঁইয়া। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি পৌঁছায়। তবে স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসায় ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে হয়নি। আগুনে তিনটি ঘরের প্রায় ১০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক জানান, আগুনে রিকশা চালক ইউচুপ, দিনমজুর আবদুল হক ও আফিয়া খাতুনের ঘর পুড়ে গেছে। এ শীতের মধ্যে তারা এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রয়েছেন।
সম্পৃক্ত খবর
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ জন
(Last Updated On: ) গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (১১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৪ […]
বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
(Last Updated On: ) পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন ও অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করা সম্ভব। সোমবার(৩ এপ্রিল) উপজেলা পরিষদের অপরাজিতা হল রুমে বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের […]
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সূত্রধর (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার করলডেঙ্গা মাজার গেট এলাকায় একটি ভবনের সিঁড়ি ঘরে টিন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত পলাশ সূত্রধর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অনিল সূত্রধরের ছেলে। তার দুই ছেলে রয়েছে। পলাশের ছোট ভাই সুকুমার সূত্রধর […]