বোয়ালখালীতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছে গোয়ালঘরে থাকা তিনটি গরু। পুড়ে গেছে তিন বসতঘর। ১ মার্চ, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত প্রতিভা মহাজন (৬০) স্বপন মহাজনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, রাত দেড়টার দিকে স্বপন মহাজনের গোয়াল ঘরে আগুন লাগে প্রথমে। এসময় গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে স্বপন মহাজন ও তার স্ত্রী গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করে আনেন। এরপর বসতঘরের জিনিসপত্র বের করতে ঘরে যান প্রতিভা মহাজন। তিনি আর ঘরের বাইরে আসতে পারেননি। তিনি ঘরেই দগ্ধ হয়ে মারা যান। আগুনে গরুগুলোর শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। আগুনে স্বপনের গোয়ালঘর, রান্নাঘর, বসতঘর এবং স্বপনের ভাই চন্দনের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই মালিকের তিন বসতঘর পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।
সম্পৃক্ত খবর
ভয় দেখিয়ে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, যুবক গ্রেপ্তার
(Last Updated On: ) সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে সাভারের পূর্ব রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,সাভারের পূর্ব রাজাশন এলাকায় একটি বাড়িতে ওই তরুণী ও ওই যুবক ভাড়া থাকতেন। গত চার মাস ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মামুন ইসলাম (৩৪) নামে ওই যুবক […]
পাখিটি মরেই গেল
(Last Updated On: ) সাদা রঙের কিউই পাখি এমনিতেই বিরল। তার ওপর ‘মানকুরা’ নামক সাদা কিউই পরিচিত ‘বিরলতম’ হিসেবে। বিরলতম এই কিউই পাখি মারা গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ডের পাকাহা জাতীয় বন্যপ্রাণি কেন্দ্র। ২০১১ সালে নিউজিল্যান্ডের উল্লেখিত সংরক্ষণ কেন্দ্রে জন্ম নিয়েছিল কিউই পাখিটি। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র বন্দি অবস্থায় জন্ম নেওয়া সাদা কিউই। বিরল একটি জিনগত বৈশিষ্ট্যের […]
বোয়ালখালীতে সোপান খেলাঘরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত
(Last Updated On: ) বোয়ালখালীতে আহলাস্থ সোপান খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। আসরের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান ফারুকীকে চেয়ারম্যান, শিক্ষকনেতা আমির হোসেনকে সদস্য সচিব করে আজ শুকবার ২৩ সেপ্টেম্বর ২২ বিকালে আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠিত হয়।আসরের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খেলাঘর বোয়ালখালী […]