চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ ইউ সি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন সিনিয়র শিক্ষক অজিত কুমার চৌধুরী’র সহধর্মিণী, ২১শে পদকপ্রাপ্ত প্রয়াত কবিয়াল ফণি বড়ুয়ার ১ম কন্যা ,দ্বীপশিখা খেলাঘর আসরের উপদেষ্টা শিক্ষক বাণীব্রত চৌধুরীর মা অনিমা রানী বড়ুয়া (৭৬) ২ এপ্রিল রোববার দিবাগত রাত ২টা ৭ মিনিটে নগরীর মোহরাস্থ বড় ছেলে সুব্রত কুমার চৌধুরীর বাসায় পরলোকগমন করেছেন। তিনি বোয়ালখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চরণদ্বীপ ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণ স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, ২ পুত্রবধু, ১১ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ৩ এপ্রিল বিকালে চরনদ্বীপস্থ পারিবারিক শ্মশাণে প্রয়াত অনিমা রানী বড়ুয়ার সৎকার সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী,চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী,দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, সাধারণ সম্পাদক প্রবীর শীল, পূর্বাশা খেলাঘরের সভাপতি আরিফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সজীব কুমার নাথ, দ্বীপশিখা খেলাঘরের প্রতিষ্ঠাতা ডা. মহিরি বরণ বড়ুয়া, সভপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব, কিশোর কানন খেলাঘরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, দীপায়ন খেলাঘরের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক রঞ্জন দেব, সোপান খেলাঘরের সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, প্রীতিলতা খেলাঘরের সভাপতি হিমেল দে সাধারণ সম্পাদক নিশান দাশ, মুক্তপ্রাচীর খেলাঘরের সভাপতি এস এম শাহনেওয়াজ আলী মীর্জা, সাধারণ সম্পাদক মুছিবত উল্লাহ বাবুল,বর্ণরেখা খেলাঘরের সভাপতি ডা: জয়দত্ত বড়ুয়া সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ, মুক্তমন খেলাঘরের সভাপতি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক রুপক শীল,সংকেত খেলাঘরের সভাপতি রুপন কুমার দে সাধারণ সম্পাদক অসীম চক্রবতী,মুক্তাঙ্গন খেলাঘরের সভাপতি প্রতাপ কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, দেশপ্রিয় খেলাঘরের সভাপতি শিবলী সাদিক কফিল, সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, শংখতট খেলাঘরের সভাপতি নুরুল আবছার সাধারণ সম্পাদক ডা; সুব্রত দেব সজীব, টংকাবতী খেলাঘরের সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।