প্রধান পাতা

বোয়ালখালীতে অটোরিকশা-মোটর সাইকেলের সংঘর্ষে শিশুসহ আহত ৩

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাদুড়তলা এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নেত্রকোণা জেলার আবদুল করিমের ছেলে মোটর সাইকেল চালক মো. মিজান (৩৫), অটোরিকশা যাত্রী কড়লডেঙ্গা ইউনিয়নের মো.নুরুল আলমের তিন বছর বয়সী এক শিশু ও পোপাদিয়া ইউনিয়নের আব্দুছ সোবাহানের ছেলে টেক্সি চালক মো. মামুন ইসলাম (৩৫) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মোটর সাইকেল চালক ও শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিফুল আওয়াল।