দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার থেকে খুলছে বিনোদন কেন্দ্র। এরই মধ্যে প্রস্তুতি সারছেন নগরীর বিনোদন কেন্দ্রগুলোর মালিকপক্ষ।
১৯ আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খোলার ব্যাপারে গত ১২ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আসন সংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করে চালু করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিনোদন কেন্দ্র খোলার ঘোষণার পর নগরের বিনোদন কেন্দ্রগুলোতে পুরোদমে শুরু হয়েছে ব্যস্ততা। রাইড মেইনটেনেন্স, ধোয়া-মোছার কাজসহ যাবতীয় কাজ চলছে। মাস্ক ছাড়া কোনো দর্শণার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ।
করোনায় বেশ আর্থিক ক্ষতি হয়েছে জানিয়ে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের উপমহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ২০২০ সালে আমরা বিনোদন কেন্দ্র খুলেছিলাম। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও আমরা প্রস্তুতি সেরে নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের দৃষ্টি আছে। বিনোদন কেন্দ্রে অতিথি যারাই আসবেন অবশ্য মাস্ক পড়তে হবে। আমরা বিভিন্ন পয়েন্টে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থাও রেখেছি।