আন্তর্জাতিক

বিয়ে ভাঙল পরচুলা

(Last Updated On: )

বিয়েতে চলে এসেছেন বরযাত্রীরা। বর-কনের মালাবদল চলছে। এমন সময় কনে হঠাৎ বুঝতে পারেন, বর মাথায় পরচুলা পরে বিয়ে করতে এসেছেন। তাতেই বেঁকে বসেন ওই কনে। তিনি টেকো বর বিয়ে করতে নারাজ। অগত্যা বিয়ে না করেই ফিরতে হয় ওই বরকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইতভা জেলার ভারথানা এলাকায়।

ইতভা জেলায় কনের বাড়িতে বসেছিল বিয়ের আসর। বর অজয় কুমারের বাড়ি একই রাজ্যের অরেয়া এলাকার বিধুনা শহরে। সেখান থেকেই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে বিয়ে করতে কনের বাড়িতে যান অজয়; কিন্তু মালাবদল করতে গিয়ে কনে দেখেন, বর অজয় তার মাথায় থাকা পাগড়ি ব্যস্ত হয়ে ঠিকঠাক করছেন। বারবার তিনি হাত দিয়ে মাথার পাগড়ি ঠিক রাখার চেষ্টা করছেন। এতে সন্দেহ হয় কনের।

পরক্ষণেই পাশে থেকে একজন এসে কনেকে বলেন, বরের মাথায় চুল নেই, অজয় টেকো। পরচুলা মাথায় পরে বিয়ে করতে এসেছেন তিনি। এ জন্য বারবার পাগড়ি ঠিকঠাক করতে হচ্ছে অজয়ের। অস্বস্তি হচ্ছে তার। এ কথা শুনে অজ্ঞান হয়ে বিয়ের মঞ্চের ওপর পড়ে যান কনে। শোরগোল পড়ে যায় বিয়ের আসরে।

জ্ঞান ফিরলে বেঁকে বসেন কনে। বিয়ে ভেঙে দেন তিনি। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলেছে। অনেকে ওই কনের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন। অনেকে বিয়ে ভেঙে দেওয়ায় তার সমালোচনা করেছেন।