নেটদুনিয়ায় ক’দিন ধরেই গুঞ্জন, বিয়ে করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মূলত, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম থেকেই ঘটনার সূত্রপাত। আর জয়ার স্টোরিতেও পাওয়া গেছে, অনামিকায় আংটিসহ ছবি। যে আংটিটি জয়ার বেশ ক’টি ছবিতে পরতে দেখা গেছে।
একটি সূত্র বলছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জয়া! তবে অন্য আরেকজন বলছেন, গত শুক্রবার অভিনেত্রীর নিউ ইস্কাটনের বাসা সেজেছিল ভিন্ন সাজে। হয়েছে বিয়ে অনুষ্ঠান। আর জয়াও ছিলেন তুমুল ব্যস্ত। তাহলে কি গেল শুক্রবারই বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী!
জয়া আহসানের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গেল শুক্রবার জয়ার বাসায় বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়ে আয়োজন করা হয়। যেখানে দুই পরিবারের লোকজনরাই এসেছিলেন। পাত্রপক্ষের বেশিরভাগই এসেছেন লন্ডন থেকে। সেদিন জয়ার ছোট বোন কান্তার বিয়ে সম্পন্ন হয়েছে।’
এদিকে, বিষয়টি নিয়ে জয়া আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আর তার আংটি রহস্যের সমাধানও মেলেনি। এর মধ্যে আবার যুক্ত হলো তার ছোট বোনের বিয়ের সংবাদ!