জাতীয়

বিয়ের চাপ দেওয়ায় পরকীয়া প্রেমিকাকে ডেকে নিয়ে হত্যা!

(Last Updated On: )

স্বামী না থাকায় প্রতিবেশী মহিউদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে খুশি বেগম নামে এক গৃহবধূর। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মহিউদ্দিন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে গৃহবধূ বিষয়টি প্রকাশ করার হুমকি দেয়। পরে যুবক কৌশলে ওই গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।

সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডেরর রহস্য উম্মোচনে এসব তথ্য উঠে আসে। এই হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ শনিবার দুপুরে রাজধানীর সিআইডির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গত ১৭ নভেম্বর নিখোঁজ হয় খুশি। এরপর ২১ নভেম্বর সকালে গ্রামের একটি ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খুশির লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় মৃতের বাবা কবির মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার ছাতক থানার একটি মামলা দায়ের করেন। এরপর থেকে সিআইডি ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, সিলেটের ইউসুফ নামীয় এক লন্ডন প্রবাসীর সঙ্গে প্রায় দুই বছর পূর্বে পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে খুশির বিয়ে হয়। স্বামীর অবর্তমানে একই এলাকার মহিউদ্দিনের সঙ্গে খুশির সম্পর্ক গড়ে ওঠে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি স্বীকার করে, খুশি তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু মহিউদ্দিন বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই গৃহবধূ বিষয়টি প্রকাশ করে দেওয়া হুমকি দেয়। তখন গ্রেপ্তার যুবক খুশি বেগমকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।