জাতীয়

বিশ্ব বসতি দিবস আজ

(Last Updated On: )

বিশ্ব বসতি দিবস আজ। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘এক্সিলারেটিং আরবান একশন ফর এ কার্বন ফ্রি ওয়ার্ল্ড’। এর অর্থ হচ্ছে- কার্বনমুক্ত বিশে^র জন্য নগর কর্মকে ত্বরান্বিত করা।

দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া, বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করবেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

সবার জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।