স্বাস্থ্য

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

(Last Updated On: )

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১’ পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘সবার জন্য ডায়াবেটিসের চিকিৎসা ও সেবা নিশ্চিতকরণ। এখন নয়তো, কখন ?’। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতিবছর ১৪ নভেম্বর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
আজ দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক ও হরমোন রোগ বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বেসরকারি ল্যাব এইড লিমিটেডের উদ্যোগে ভোরে ডিসি হিল প্রাঙ্গণে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।