জাতীয়

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ

(Last Updated On: )

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। ২০০৩ সাল থেকে প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘প্রিভেনটিং সুইসাইড: অ্যা সোর্স ফর মিডিয়া প্রফেশনালস এর এক তথ্যে বলা হয়, প্রতি বছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ আত্মহত্যা করে। প্রতি ২০ সেকেন্ডে একটি করে আত্মহত্যার ঘটনা ঘটে। একই প্রকাশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, বিশ্বে বর্তমানে ১৫ থেকে ৪৪ বছর বয়সী মানুষের মৃত্যুর প্রধান তিনটি কারণের একটি হলো আত্মহত্যা। গত ৪৫ বছরে আত্মহত্যার ঘটনা ৬০ শতাংশ বেড়েছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক সমীক্ষা অনুযায়ী, দেশে গড়ে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করে। যাদের বেশির ভাগই নারী। নারী-পুরুষ মিলিয়ে মোট আত্মহত্যাকারীদের বেশির ভাগের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।