মুক্ত প্রাচীর খেলাঘর আসরএর সভাপতি, বাংলাদেশ রোভার স্কাউটস চট্টগ্রাম জেলার সহ-সভাপতি অধ্যাপক এস,এম শাহনেওয়াজ আলী মির্জার পিতা ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর সাবেক কর্মকর্তা, খিতাপচর-বেংগুরা কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগতা বিশিষ্ট সমাজ সেবক আবদুর রাজ্জাক(৮৫) র মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্স ন মাহফুজা খানম, সাধারণ সম্পাদক রেজাউল কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী,দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, সাধারণ সম্পাদক প্রবীর শীল, পূর্বাশা খেলাঘরের সভাপতি আরিফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সজীব কুমার নাথ, দ্বীপশিখা খেলাঘরের প্রতিষ্ঠাতা ডা: মহিরি বরণ বড়ুয়া, সভপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব, কিশোর কানন খেলাঘরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, দীপায়ন খেলাঘরের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক রঞ্জন দেব, সোপান খেলাঘরের সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, প্রীতিলতা খেলাঘরের সভাপতি হিমেল দে সাধারণ সম্পাদক নিশান দাশ, মুক্তপ্রাচীর খেলাঘরের প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা মহিব উল্লাহ খান, সাধারণ সম্পাদক মুছিবত উল্লাহ বাবুল,বর্ণরেখা খেলাঘরের সভাপতি ডা: জয়দত্ত বড়ুয়া সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ, মুক্তমন খেলাঘরের সভাপতি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক রুপক শীল,সংকেত খেলাঘরের সভাপতি রুপন কুমার দে সাধারণ সম্পাদক অসীম চক্রবতী,মুক্তাঙ্গন খেলাঘরের সভাপতি প্রতাপ কুমার বড়–য়া সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, দেশপ্রিয় খেলাঘরের সভাপতি শিবলী সাদিক কফিল, সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, শংখতট খেলাঘরের সভাপতি নুরুল আবছার সাধারণ সম্পাদক ডা; সুব্রত দেব সজীব, টংকাবতী খেলাঘরের সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পৃক্ত খবর
২১ জুন বোয়ালখালী পৌরভা নির্বাচন
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভা নির্বাচন আগামী ২১ জুন ।স্থগিত হওয়া প্রথম ধাপের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির […]
বোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভার উদ্যােগে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল বুধবার। এইদিন দুপুর ২টায় পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এই উপলক্ষে আজ মঙ্গলবার (২০ […]
বোয়ালখালী পৌরসভার সকল সড়ক আইডিভুক্তির উদ্বোধন
(Last Updated On: ) বোয়ালখালী পৌরসভার রাস্তা আইডিভুক্ত না থাকায় ও নতুন ভাবে আইডিভুক্ত জন্য পরিমাপের কাজ শুরু করেছে বোয়ালখালী পৌরসভা। ১৩ জুন সোমবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডে সড়কের আইডিভুক্ত জন্য পরিমাপের কাজ শুরু হয়েছে। শুরুতে প্রথমদিনে পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর পরিমাপের কাজের শুভ উদ্বোধন করেন। এসময় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং পৌরসভার […]