আন্তর্জাতিক

বিমানবন্দরে চাঁদাবাজি করছে মার্কিন সেনারা!

(Last Updated On: )

কাবুল বিমানবন্দর দিয়ে বিদেশগামী আফগানদের কাছ থেকে মার্কিন সেনারা চাঁদা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।  

ইরানি বার্তা সংস্থার ‘নূর নিউজ’ জানিয়েছে, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুল বিমানবন্দরে মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে।

তারা আফগান নাগরিকদের প্লেনে উঠিয়ে দিতে সহযোগিতা করার জন্য একেকজনের কাছ থেকে ৫০০ থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিক দেশত্যাগের জন্য ভিড় করছেন। আর এই সুযোগে অর্থ হাতানোর কাজটি করছে মার্কিন সেনারা।  

দেশ ত্যাগ করা আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে নূর নিউজ জানিয়েছে, যারা চাঁদা দিতে পারছে না তাদের কোনোভাবেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রচার করছে না।

অন্যদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দেশ ছাড়তে থাকা আফগান নাগরিকদের আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা এভাবে হুড়োহুড়ি করে দেশ ছাড়বেন না। পশ্চিমা আপনাদের দিয়ে নিম্নশ্রেণির কাজ করাবে।  

তিনি আফগানিস্তানের জনগণকে দেশত্যাগে উৎসাহিত না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।