বিভ্রান্ত না হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন নৌকার দায়িত্ব আমি নিালাম। নৌকা বিজয়ী হলে এ করলডেঙ্গা ইউনিয়নের চেহারা পাল্টে দেবো। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা বু আলী কালান্দর শাহ(র.) মাজার গেইট এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার আরো ২ বছর সময় আছে। এর মধ্যে উপজেলার সব রাস্তাঘাট পিচ পাকা করে দেবো। আগামী মার্চ মাসে কালুরঘাট সেতুর ডিজাইন জমা দিলে কাজ শুরু নির্মাণ কাজ শুরু হবে। এ সেতু জননেত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্পে রেখেছেন। আপনারা দোয়া করেন। করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্যে বলেন, বহুদিন দিন হয়ে গেছে এবার রেহাই দাও। তোমার দল বিএনপিতো নির্বাচন করছে না, তুমি কেনো দাঁড়িয়েছো। কাল থেকে করলডেঙ্গায় মদ ও ইয়াবা ব্যবসায়ীদের ধরা শুরু হবে বলে জানান তিনি বলেন নির্বাচনের দিন আমি এলাকায় থাকবো। দেখবো ভোটারদের কে ভয়ভীতি দেখায়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আহমেদ বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর,সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দীন এমরান ও শাহনেওয়াজ হায়দার শাহীন।
সম্পৃক্ত খবর
বাড়ির গাছে দিয়েই করুন রূপচর্চা
(Last Updated On: ) বাড়ির গাছের আম, লেবু, পেঁপে, শজনে এমন আরও কত কী খাওয়ার সুন্দর সময়গুলো হারিয়ে যাচ্ছে। আধুনিকতার জালে জড়িয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে ‘বাড়ির গাছ’। তবু কোনো বাড়ির ছাদে ফুটে ওঠে অলকানন্দার হলদে মায়া, কারও বারান্দা রঙিন হয়ে ওঠে নয়নাভিরাম নয়নতারা বা কলাবতী ফুলের রঙে। কোথাও স্নিগ্ধতা আসে কাঠগোলাপের সুবাসে। টুকটাক বাগান করার […]
বোয়ালখালীতে হাজী নুরুল হক ডিগ্রী কলেজের মালির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
(Last Updated On: ) বোয়ালখালী হাজি নুরুল হক ডিগ্রী কলেজের মালি মো.ইলিয়াছের বিরুদ্ধে কলেজের গাছ ণেয়ার অভিযোগে উঠেছে । এ নিয়ে মঙ্গলবার বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের পরিচ্ছন্নকমী মো. আবদুল কাদের । অভিযোগ সুত্রে জানা যায়, কলেজের মালি মো. ইলিয়াছ গত ২৪ জুলাই দিন দুপুরে কলেজের বাউন্ডারির গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য […]
বোয়ালখালীতে বীরমুক্তিযোদ্ধা মফিজ মাস্টারের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
(Last Updated On: ) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান চৌধুরী প্রকাশ মফিজ মাস্টার(৮৫) শুক্রবার( ২২ জানুয়ারী) দিবাগতরাত ১১.৫০ টায় ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লা….রাজেউন) তিনি উত্তর গোমদন্ডী ফুলচাঁদ চৌধুরী বাড়ীর মরহুম আলী আহমদ চৌধুরীর ছেলে । আজ শনিবার (২৩ জানুয়ারী)বাদ […]