বিনোদন

বিপদ থেকে সিয়ামকে উদ্ধার করলেন গ্রামের মানুষ

(Last Updated On: )

রূপালি পর্দার তারকা মানেই সাধারণ মানুষের কাছে আকাশের চাঁদ। আর সেই তারকা যদি হন হালের হার্টথ্রব নায়ক সিয়াম আহমেদ তাহলে তো কথায় নেই। দিন কয়েক আগেই গ্রামের ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন সিয়াম। তাকে বিপদ থেকে উদ্ধার করলেন গ্রামের মানুষ!

সিয়াম জানান, কয়েক দিন আগে বন্ধুর বিয়ে খেয়ে ফেরার পথে রাস্তায় গাড়ি নিয়ে বিপাকে পড়েছিলেন তিনি। সিয়ামের স্ত্রীও সঙ্গে ছিলেন। কাদা মাটির রাস্তায় স্লিপ কেটে গিয়েছিল সিয়ামের গাড়ি। এরপর সিয়ামকে দেখেই ছুটে এলো গ্রামের মানুষ। গাড়ি উদ্ধার করার সঙ্গে সঙ্গে জানাল নানা আবদারও।

সিয়াম আরো বলেন, ‘কয়েক দিন আগে রাজবাড়ির মুড়াপাড়ায় এক বন্ধুর বিয়ে খেয়ে ফেরার পথে ভুল করে আমাদের গাড়ি কাদামাটির রাস্তা ধরে চলা শুরু করেছিল। পরে যখন বুঝলাম এটা গাড়ি চলার রাস্তা না তখন গাড়ি ব্যাক করার সময় স্লিপ কেটে কিছুটা নিচু জায়গায় নেমে যায়। সেখান থেকে কোনোভাবেই টেনে তুলতে পারছিলাম না। বরং গাড়ির অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে সময় গ্রামের মানুষরা নিজে থেকেই ছুটে আসে ও সহযোগিতা করে গাড়ি তুলতে।’

তিনি বলেন, ‘এলাকার মানুষ নিজের বাসা থেকে শুকনো কাঠ, ইট আর নানা কিছু এনে গাড়ি তুলতে সহায়তা করেন।’

শুধু তাই নয় গ্রামের মানুষেরা সিয়ামের মতো জনপ্রিয় তারকার সঙ্গে ছবি তুলতেও ভুলেননি। শুধু তাই নয়, কেউ কেউ সিয়ামকে নিমন্ত্রণ জানালেন দুপুরের খাবার খাওয়ার আবার কেউ আবদার করলেন ছবি তুলতে হবে। আর একজন নাকি আবদার করেছিলেন তার বউকে ভিডিও কলে হ্যালো বলতে হবে।’

সিয়াম বলেন, ‘ভক্তদের সব আবদার সব সময় পূরণ না করা গেলেও আমি চেষ্টা করি যতটা তাদের খুশি করা যায়। সেদিনও তার ব্যত্যয় ঘটেনি। তাদের ভালোবাসা আর আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ!’

প্রসঙ্গত, সিয়াম সম্প্রতি যুক্ত হয়েছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায়। সাইবার দুনিয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। অপরদিকে শান, অপারেশন সুন্দরবন-সহ বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।