আন্তর্জাতিক

বিপজ্জনক শরণার্থী শিবিরে নষ্ট হচ্ছে শিশুদের জীবন: সেভ দ্য চিলড্রেন

(Last Updated On: )

আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, সিরিয়ার বড় দুই শরনার্থী শিবিরে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বড় হচ্ছে শিশুরা। এতে নষ্ট হচ্ছে তাদের জীবন। সুন্দর ভবিষ্যতের বদলে অন্ধকারে ধাবিত হচ্ছে তারা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, আক বৃহস্পতিবার নতুন এক প্রতিবেদনে সিরিয়ার শরনার্থী শিবিরগুলোতে বসবাসরত শিশুদের বিপজ্জনকভাবে বেড়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। দেশটির দুটি বড় শরনার্থী শিবির আল-হোল ও রোজ ক্যাম্পে শিশুদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই। শিশুশ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আশংকাজনকহারে। সেইসঙ্গে সহিংসতা ও খুনের ঘটনা যেন নিত্যদিনের বিষয়।

Children in camps in northeastern Syria up against a harsh winter | UNICEF  Syrian Arab Republic

সহিংসতার কারণে চলতি বছর এখন পর্যন্ত ৬২ শিশুর মৃত্যু হয়েছে আল-হোলে। শিবিরিগুলোতে শিশু-কিশোরদের বিভিন্ন দল একে ওপরের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয়েই থাকে। এসব ঘটনায় অনেকে গুরুতর জখম হয়ে মৃত্যুকোলে ঢোলে পড়ে। সেইসঙ্গে মাদকের ছড়াছড়ি তো আছেই।

এছাড়া আগুনের কারণেও ঘটছে অকাল মৃত্যুর ঘটনা। বিশেষ করে রান্নার চুলা থেকে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

শিবিরে শিশুদের অবস্থা তুলে ধরে ১০ বছরের শিশু বুশরা জানায়, তারা আল-হোলে বাস করতে ভয় করে। এখানে সবাই মারামারি করে। চোখ বন্ধ করলেও শোনা যায় এখানে তর্ক চলছে, মারামারি হচ্ছে। সবাই একে অপরকে মেরে ফেলার হুমকি দেয়।

১১ বছরের সামিয়া জানায়, গত মে মাসে এখানে আগুন লাগলে অনেকের তাবু পুড়ে যায়। আমাদের তাবুও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জামা-কাপড়, খেলনা সব পুড়ে গেছে।