প্রধান পাতা

বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি, নারীসহ গ্রেফতার ৪

(Last Updated On: )

নগরে  একটি বাসায় বিভিন্ন বয়সী তরুণীদের আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা দক্ষিণ বিভাগ।  

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সোয়া ৬ টার দিকে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর ছদু চৌধুরী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. দেলোয়ার হোসেন।

গ্র্রেফতারকৃতরা হলেন, মো. মজনু (৪৮), জগদীশ মল্লিক (৩২), পারভীন আক্তার (৪৫) ও নুর জাহান (২৩)।  

এসি মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঐ বাসা থেকে আটকে রাখা ৫ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রায় দেড়মাস যাবত আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো হয়েছে।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।