ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর ফলে সৃষ্ট ধসে ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে পর্যটন দ্বীপটিতে ভূকম্পন অনুভূত হয়। সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেটটাইমস এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটির পূর্বাঞ্চলীয় জেলা কারাঙ্গাসেম ও বাংলি। বালির পার্শ্ববর্তী দ্বীপ লোম্বকেও ভূমিকম্প অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধসে দুইজন মারা গেছেন। তিন বছরের এক শিশুটি মারা গেছে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে। ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।