চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সঙ্গে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ হেদায়েত উল্লাহ জাহেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
জাহেদ উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের অছি মিয়া সওদাগর বাড়ির মো. জহুর আলমের ছেলে এবং পটিয়া চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরখিজিরপুর এলাকার ননাইমার ঘাটে বাবার সঙ্গে গোসলের সময় বোয়ালখালী খালে পানিতে তলিয়ে যায় জাহেদ। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বশির আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাবার সঙ্গে জাহেদ গোসল করতে খালে নেমেছিল। এ সময় সে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার বাদে মাগরিব নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।