জাতীয়

বান্দরবানে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ কিশোরী আটক

(Last Updated On: )

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৪০০ ইয়াবাসহ এক কিশোরীকে (১৭) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলুগোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ওই কিশোরী কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি জানান, মামলা দায়েরের পর তাকে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে।