তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ২০ ও ২২ নভেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিবারাত্রির। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬-৩০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর মধ্যে দিয়েই বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান। দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার স্বাদ পাবে টাইগাররা।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। সেই সিরিজের পর বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। যদিও ক্রিকেটারদের আপত্তির মুখে সেবার পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ। দুই বোর্ডের মধ্যে এ নিয়ে দ্বন্দ্বও হয়েছিল বেশ। অবশ্য ২০২০ সালে পাকিস্তান সফর করে বাংলাদেশ সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগায়। এর ফলে পাকিস্তান দলেরও বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের সেই সফরটি পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।