খেলা

বাংলাদেশে এসে পুরনো মুস্তাফিজকে দেখেছেন মার্শ

(Last Updated On: )

বাংলাদেশের স্লো-টার্নিং উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। তার কাটার-স্লোয়ারে পরাস্ত হতে দেখা গেছে ম্যাথু ওয়েড-মিচেল মার্শদের। তার বোলিং ধাঁধা যেন বুঝতেই পারেননি অজি ব্যাটসম্যানরা। তাই তো অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ এমনকি সাবেকদের মুখে ঝড়েছে মুস্তাফিজের প্রশংসা।

সিরিজ চলাকালীন কাটার মাস্টারের বোলিং নাকি বাঁহাতি রশিদ খানের মতো লেগেছিল ড্যান ক্রিশ্চিয়ানের। অ্যাস্টন অ্যাগার বলেছিলেন, ফিজের কাটার যুগান্তকারী। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মার্শ।

বাংলাদেশ সিরিজে অজিদের সেরা এই ব্যাটসম্যান এক ইংরেজি দৈনিককে জানালেন, ‘কাঁধের ইনজুরির আগে তার যে ফর্ম ছিল মনে হচ্ছে সে তার সেই পুরনো ফর্মে ফিরে পেয়েছে। ক্যারিয়ারের সেরা সময়ে তার মুখোমুখি হওয়া অত্যন্ত কঠিন। তার বোলিং বৈচিত্রের এবং কয়েকটি ডেলিভারির জন্য সে অবিশ্বাস্য একজন বোলার। সে অসাধারণ বোলিং করেছে এবং আমরা তাকে একটি দুর্দান্ত সিরিজের জন্য সাধুবাদ জানাই।’