অবশেষে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে তারা উড়িয়ে দিয়েছেন ৬-০ গোলের বড় ব্যবধানে।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন ও শাহেদা আক্তার। আর একটি করে গোল করে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দার।
এর আগে গত শনিবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলেও গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। সে কারণেই কিনা আজ একাদশে বদল আনেন কোচ গোলাম রব্বানী। টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। প্রতিপক্ষ ভারত।