তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেল বাংলাদেশ। দাপুটে এই জয়ে সিরিজে ২-১ হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা।
সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরিতে ৩৩১ রান করে আফগানরা।
টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আফগানরা।
প্রথম দুই ম্যাচে হেরে মঙ্গলার তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল টাইগাররা। মানরক্ষার ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১২৬ রানে অলআউট করেন শরিফুল-তাসকিন-তাইজুলরা।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6212103796440070&output=html&h=90&adk=267821378&adf=1127764878&pi=t.aa~a.491602103~i.17~rp.4&w=730&fwrn=4&fwrnh=100&lmt=1689084607&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5159163871&ad_type=text_image&format=730×90&url=https%3A%2F%2Fwww.ppbd.news%2Fsports%2F256179%2F%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A7%2587-%25E0%25A6%259C%25E0%25A7%259F&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChAI8PuzpQYQu9v5r-HDj4IkEj0AEjQEgnbL0QOMZZbFCvu9azB6Ue1_pUtu7pk4e0q85pJAeAbyoCDw8dDhCxZH50UhEtJRzpog5q6pWJcl&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTE0LjAuNTczNS4xOTkiLFtdLDAsbnVsbCwiNjQiLFtbIk5vdC5BL0JyYW5kIiwiOC4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCIxMTQuMC41NzM1LjE5OSJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjExNC4wLjU3MzUuMTk5Il1dLDBd&dt=1689084607827&bpp=14&bdt=2185&idt=14&shv=r20230705&mjsv=m202307050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D044bd9a5695d420f-220ef3a540d800a7%3AT%3D1668261748%3ART%3D1689084582%3AS%3DALNI_MauGQBKaozWA76hYcwyOhmsKlyBHw&gpic=UID%3D00000b7a53260571%3AT%3D1668261748%3ART%3D1689084582%3AS%3DALNI_Maw_dfh0Oc6HQfnCpSOtnzt2NNy9A&prev_fmts=0x0%2C728x90%2C728x90%2C728x90%2C728x450&nras=2&correlator=6710920845918&frm=20&pv=1&ga_vid=1256557824.1668261747&ga_sid=1689084607&ga_hid=1081348307&ga_fc=1&ga_cid=757101517.1689003622&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=150&ady=1448&biw=1349&bih=615&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31075630%2C31075645%2C31075757%2C31075873%2C44788442&oid=2&pvsid=1170865337484576&tmod=2029127881&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.ppbd.news%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C615&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&jar=2023-07-11-14&ifi=6&uci=a!6&btvi=4&fsb=1&xpc=Mg11IwRr2m&p=https%3A//www.ppbd.news&dtd=42
৩০০ বলে ১২৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
দলের জয়ে ৬০ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে অনবদ্য ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। ৩৯ বলে পাঁচ বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে ফেরেন সাকিব আল হাসান। ১৯ বলে ২২ রানের অনবদ্য ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ১১ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শূন্য রানে আউট হন নাইম শেখ।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
বাংলাদেশ দলের হয়ে পেসার শরিফুল ইসলাম নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।