বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ২৩ জেলে ও চারটি ফিশিং ট্রলারকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। ১৩ ঘণ্টা পর শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ডের প্রচেষ্টায় সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছায় মাঝিমাল্লাসহ চার ট্রলার।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় ও দুপুর সাড়ে ১২টায় সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে মাছ ধরার ট্রলারসহ ২৩ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।
সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, মাছ ধরার ট্রলারগুলো ওইদিন রাত সাড়ে ১১টায় ফিরে এসেছে। মিয়ানমারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত এনেছে কোস্টগার্ড। জেলেরা সবাই সুস্থ আছেন।