বাংলাদেশের শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সুকুমার বৃত্তি চর্চার বৃহৎ অঙ্গন জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর পটিয়া পৌর সদরের শাখার বর্ণরেখা খেলাঘর আসরের সম্মেলন আগামী শুক্রবার ( ১ এপ্রিল২০২২) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে ।
দিনব্যাপী স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন, সম্মাননা প্র্র্র্র্রদান, সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদরে হুইপ সামশুল হক চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক এ বি এম আবু নোমান ।
বর্ণরেখা খেলাঘর আসরের সভাপতি ডা. জয়দত্ত বড়ুয়া , সাধারণ সম্পাদক বিশ্বজিৎ খাস্তগীর আয়োজনকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ।