জাতীয়

বন্যার্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু সেনাবাহিনীর

(Last Updated On: )

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী।

শনিবার (১৮ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনী সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।

টোল ফ্রি নম্বরগুলো হলো, গ্রামীণফোনের ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭ ও ০১৭৬৯১৭৭২৬৮; রবির ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০ ও ০১৮৫২৮০৪৪৭৭; বাংলালিংকের ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৩৭৮১১৪৪ ও ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটকের ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭ ও ০১৫১৩৯১৮০৯৮।