ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হককে ডিবি ওয়ারী বিভাগে বদলি করা হয় গত রোববার (০৪ জুলাই)।
তিন দিনের মধ্যেই তাকে ডিবি ওয়ারী বিভাগে বদলির আদেশ স্থগিত করে আগের কর্মস্থলে বহাল রাখার আদেশ জারি করেছে ডিএমপি।
বুধবার (৭ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কাজী সাহানকে ক্যান্টনমেন্ট থানায় বহালসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসিকে বদলি করা হয়।
আদেশে গত ৪ জুলাই ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী আবুল কালামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীলকে ডিবি ওয়ারী বিভাগে বদলি করা হয়।
এর আগে গত ৪ জুলাই ক্যান্টনমেন্ট থানার ওসিওসহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করে ডিএমপি।