জাতীয়

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি হাসান নামে মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে মাঝি ফুল মিয়াসহ ১৫ জন জেলে ছিলেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে একটি ট্রলারসহ কয়েকজন জেলে রওয়ানা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানাধীন এফবি হাসান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তারাও জেলেদের উদ্ধারে চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, বুধবার (২৫ আগস্ট) সকালে সেন্টু খানের মালিকানাধীন এফমি হাজেরা ট্রলারসহ কয়েকজন জেলে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।