প্রধান পাতা

বঙ্গবন্ধুর সমাধিতে আশুতোষ কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

(Last Updated On: )

শোকের মাসে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করেছেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার (১ আগস্ট) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতে অংশ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক ,যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, মো মহিম উদ্দিন,বখতিয়ার উদ্দিন নয়ন, শিমুল সদ্দার সদস্য মো কায়ুম, রয়েল দেবনাথ ও আশরাফুল হোসেন প্রমুখ।