জাতীয়

বগুড়ায় জাসদের জন্য ‘অগ্নিপরীক্ষা’

(Last Updated On: )

আগামী পয়লা ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ উপনির্বাচন। এদিন ৩ লাখ ১২ হাজার ৮১ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। সময় যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে নির্বাচনী মাঠ।

এ আসনে উপনির্বাচনের জন্য মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৯ জন প্রার্থীর মধ্যে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমসহ ৫ জনই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। পরবর্তীকালে আইনি লড়াইয়ের মাধ্যমে হিরো আলমসহ ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এ আসনে আওয়ামী লীগ তাদের কোনো প্রার্থী দেয়নি। ১৪ দলের শরিক দল জাসদের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪-১৮ সালের নির্বাচনেও আসনটি আওয়ামী লীগ তার শরীক দল জাসদের (ইনু) কাছে ছেড়ে দিয়েছিল। ২০১৪ সালে আসনটিতে রেজাউল করিম তানসেন জিতলেও ২০১৮ সালের নির্বাচনে জামায়াত-বিএনপির সহিংসতায় তিনি পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনের দিন দুপুরে জামায়াত বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ডুয়েল এবং স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল নিহত হন। তাই চলতি উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগের এই প্রধান শরিক দল।

এ বিষয়ে বগুড়া জেলা জাসদ নেতা জাহাঙ্গীর আলম জানান, বর্তমান উপনির্বাচনকে জাসদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কারণ পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত প্রগতিশীল কোনো দল এ আসনে জয় লাভ করতে পারেনি। ২০১৪ সালে জেতা রেজাউল করিম তানসেনকে তাই হাতছাড়া করতে চাইছে ক্ষমতাসীন দল। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে দলীয় মনোনয়নে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী নির্বাচন করেন। ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতীক), জাতীয় পার্টির প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. তাজ উদ্দিন (ডাব প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ ঘরোনার মুশফিকুর রহমান কাজল (ট্রাক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল প্রতীক) ও আলোচিত হিরো আলম (একতারা প্রতীক) নিয়ে নির্বাচন করছেন।

২০২২ সালের ১০ ডিসেম্বর আন্দোলনের জের ধরে বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের পদত্যাগে শূন্য আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন ১৯৭৩ সালে আসনটি তৈরি করা হয়েছিল। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করেছিল। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন করে বর্তমান কাহালু-নন্দীগ্রাম আসন করা হয়। ১৯৭৩ সালে মোজাফ্ফর হোসেন আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। ১৯৭৯ সালে বিএনপির একেএম মতিয়ার রহমান প্রামাণিক, ১৯৮৬ সালে জাতীয় পার্টির মামদুদুর রহমান চৌধুরী, ১৯৯১ সালে বিএনপির আজিজুল হক মোল্লা, ১৯৯৪ উপনির্বাচন তার ছেলে বিএনপির জিয়াউল হক মোল্লা, ১৯৯৬ সালে দ্বিতীয়বার জিয়াউল হক মোল্লা, ২০০১ সালে তৃতীয়বারের মতো জিয়াউল হক মোল্লা, ২০০৮ সালে বিএনপির জেড আই এম মোস্তফা আলী, ২০১৪ সালে সমাজতান্ত্রিক দল জাসদের একেএম রেজাউল করিম তানসেন এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রাথী মোশারফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচন নিয়ে ১৪ দলের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন জানান, ‘শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে এ আসনে মনোয়ন দিয়েছেন। সবাই মিলে কাজ করলে অতীতের মতো সে বিশ্বাস আমি রাখতে পারবো। নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত আমি।’

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী শাহিন মোস্তফা বলেন, ‘বরাবর এ আসনটিতে জাতীয় পার্টির ভোটার বেশি। বিজয়ের ব্যাপারের আমি আশাবাদী।’

আলোচিত ইউটিউবার হিরো আলম অবশ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে দিতে হবে।’

তবে ক্ষমতাসীন ১৪ দলের শরীক দল জাসদের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে আওয়ামী ঘরোনার ব্যবসায়ী মুসফিকুর রহমান কাজল। তার দাবি আওয়ামী লীগের বেশিরভাগ ভোট তিনিই পাবেন। এ বিষয়ে কাজল বলেন, ‘বরাবরের মতো এবারও নন্দীগ্রামের সবাই প্রার্থী হয়েছেন। কাহালু আমার জন্মস্থান। এখানে আওয়ামী লীগ ভোটার বেশি হওয়ার বেশিরভাগ ভোট আমিই পাবো।’

এদিকে নির্বাচনে এ ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৭ জানুয়ারি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর কাছে পাঠানো এক চিঠিতে ১৪ দলের প্রার্থী জাসদের মশাল মার্কার একেএম রেজাউল করিম তানসেনের পক্ষে স্থানীয় আওয়ামী লীগকে কাজ করার নির্দেশ দেন।