জাতীয়

বংশালে কেমিক্যালের দোকানে আগুন

(Last Updated On: )

রাজধানীর পুরান ঢাকার ২নং আরমানিটোলা বংশাল এলাকায় একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লাগছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি