ফ্রান্সের ১৫টি অঞ্চলে করোনা সংক্রমণের তীব্রতা রোধে কারফিউ জোরদার করা হচ্ছে। দেশটির সরকার শুক্রবার (১ জানুয়ারি) এ ঘোষণা দিয়ে বলেছে, করোনা সংক্রমণ তীব্র হওয়ায় এসব অঞ্চলে রাত্রিকালীন কারফিউ’র সময় আরো দু’ঘন্টা বাড়ানো হচ্ছে।
এর অর্থ এসব অঞ্চলে রাত্রিকালীন কারফিউ রাত ৮টার পরিবর্তে সন্ধ্যে ৬টায় শুরু হবে এবং তা শনিবার থেকে কার্যকর হচ্ছে।
সরকারের মুখপাত্র গেব্রিয়েল আতাল বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভিন্নতা রয়েছে।
টিএফআই সম্প্রচার কেন্দ্রকে তিনি আরো জানান, থিয়েটার, সিনেমা ও কনসার্ট হলগুলো ৭ জানুয়ারি থেকে খুলে দেয়া সম্ভব হবে না।
এদিকে টিএফআই থেকে বলা হয়েছে, দেশটিতে ভ্যাকসিন প্রদানের গতি খুব ধীর। গত সপ্তাহে শুরুর পর এ পর্যন্ত মোট ৩৩২ জনকে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়েছে। অপরদিকে জার্মানিতে এক লাখ ৩০ হাজার লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সরকারের ওই মুখপাত্র বলেন, ফরাসি সরকার কেয়ার হোমে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেছে। এখানে সময় বেশি লাগছে।
এছাড়া ছয় মাসের কর্মসূচির মূল্যায়ন মাত্র কয়েকদিনে করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।