বিনোদন

ফের বিতর্কে কঙ্গনা, দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

(Last Updated On: )

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের এক বিউটিশিয়ান তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

ওই নারীর দাবি তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান কুমার। যাওয়ার সময় ৫০ হাজার টাকা ধার হিসেবে নিয়েও যান।

এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি কঙ্গনা। সেইসঙ্গে অভিযুক্তও এই নিয়ে কোন কথা বলেনি।

সূত্র: জি  নিউজ