প্রধান পাতা

ফেনীতে গৃহবধূকে এসিড নিক্ষেপ: তিন আসামি রিমান্ডে

(Last Updated On: )

ফেনীর ফুলগাজীতে গৃহবধূ খালেদা ইসলাম অমিকে এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তারেক মজুমদার (২১)সহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি দুই আসামি হলেন, আবদুল্লাহ আল ফয়সাল মিনার (১৯) ও মো. নজরুল ইসলাম (১৯)।


সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরাফ উদ্দিন আহমেদ তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদুল হক জানিয়েছেন, গতকাল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল এসিড নিক্ষেপের ঘটনায় অমির মা শাহেন আরা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামির নামোল্লেখে ফুলগাজী থানায় মামলা করেন।
গত রোববার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ ধর্মপুরের রাস্তার মাথা থেকে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আসামি মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 


উল্লেখ্য, গত রোববার দুপুরে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের হাজী মোস্তফা বাড়িতে বাবার বাড়িতে অবস্থানকালে জানালা দিয়ে অমির দিকে এসিড ছুঁড়ে মারা হয়। পর দুপুরে অমিকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।