আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

(Last Updated On: )

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সেনাদের গুলিতে ফিলিস্তিনের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) তার মৃত্যু হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।

মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সেনাদের ছোড়া গুলি ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসের মাথায় লাগলে অসহ্য যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়।

ফিলিস্তিনি গণমাধ্যম ডব্লিউএএফএ জানায়, পশ্চিম তীরের বালাতা রিফিউজি ক্যাম্পে ইসরাইলি সেনাদের অভিযানে এই শিশু নিহত হয়।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সেনারা বালাতা রিফিউজি ক্যাম্পে একজন সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। এ সময় হুমকি মোকাবিলায় তাদের সরাসরি গুলি ছুড়তে হয়।

নাবলুসের ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) জরুরি ইউনিটের পরিচালক আহমাদ জিবরিল বলেন, রিফিউজি ক্যাম্পে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনারা ১৬ বছর বয়সি ইমাদ হাসহাসকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসহাসকে দ্রুত রাফিদিয়া সার্জিকাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।