প্রধান পাতা

ফিলিস্তানে নিরিহ মানুষ হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়েছে খেলাঘর

(Last Updated On: )


মার্কিন সাম্রজ্যবাদের মদদপুষ্ট ইসরাইলের হামলায় ফিলিস্তানে নিরিহ মানুষ হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়েছে খেলাঘর।

“মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই “ খেলাঘরের এ শ্লোগানকে ধারণ করে আজ ২০ অক্টোবর শুক্রবার বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবী জানানো হয় ।
খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্যের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবীর।
বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব কুমার বসু, প্রকৌশলী এনামুল হক মঞ্জু, ডা: মিহির বরণ বড়ুয়া, জসিম উদ্দিন, মোজাম্মেল হক এরশাদ, সাজ্জাদ হোসেন, ফারজানা ইয়াছমিন শিল্পী, নাজমা আকতার, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলি বর্বরতাকে সমর্থনের মধ্য দিয়ে এরা গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে। এরা সারা বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনছে। নতুন করে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের মানবতাবাদী গণতান্ত্রিক, প্রগতিশীল জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।

মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে শেষ হয়।