চট্টগ্রাম

ফাইনাল ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে সতর্ক পুলিশ

(Last Updated On: )

কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) রাত নয়টার দিকে হট ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বিশ্বকাপের সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে বন্দরনগরী চট্টগ্রামেও।

এজন্য ফাইনাল ম্যাচটিকে সামনে রেখে অকাঙ্খিত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে চট্টগ্রাম জেলায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্যার জেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বাংলানিউজকে বলেন, খেলাকে কেন্দ্র করে বিশেষ কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। সিএমপির প্রত্যেক থানা থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে।